৪ ব্লগারঃ রিমান্ড শেষে কারাগারে!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ধর্ম নিয়ে ব্লগে আপত্তিকর লেখা ও কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার চার ব্লগারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। পরে তাদের জামিন আবেদন অধিকতর শুনানির জন্য ১৫ এপ্রিল ঠিক করা হয়েছে। ১০ এপ্রিল (বুধবার) দুপুরে ব্লগার আসিফ মহিউদ্দীন, মসিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজকে রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। পরে মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ’র আদালতে তাদের জামিন আবেদনের শুনানি হয়। এ সময় আদালত মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলামকে উপস্থিত থাকার আদেশ দিয়ে আগামী ১৫ এপ্রিল জামিন শুনানির দিন ঠিক করে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল সোমবার রাতভর রাজধানীর পলাশী, শেরেবাংলানগরের মনিপুরি পাড়া ও ইন্দিরা রোডে আলাদা অভিযান চালিয়ে সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে আটক করে গোয়েন্দা পুলিশ।পর দিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৩ এপ্রিল সকালে বাসা থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় ব্লগার আসিফ মহিউদ্দীনকে। পরের দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্লগার আসিফকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষে ৮ এপ্রিল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মাইনুল ইসলাম আসিফকে ফের ৭ দিন রিমান্ডে নেয়ার আবেদন করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।