হরতালের প্রভাবঃ লাগামহীন দ্রব্যমূল্য
শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ গত মাসে ৯ দিন ও এপ্রিলের শুরুতেই টানা ৪ দিন হরতাল। আর এই হরতালের প্রভাবে নিত্যপণ্যের বাজার বেসামাল। টালমাটাল কাঁচাপণ্যের বাজার। ঘন ঘন হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে সবজির বাজারে এই অস্থিরতা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিউ মার্কেটে বাজার করতে আসা হাসিনা বানু ক্ষোভের সঙ্গে বললেন, নাভিশ্বাস উঠে গেছে। রাজনৈতিক দলগুলোর জন্যই আজ এই অবস্থা। গত দুই দিনেই সবজির কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে কাঁচাপণ্য নিয়ে ট্রাক ঢাকায় ঢুকতে পারছে না। খুচরা বাজারে বেগুন ১০ টাকা বেড়ে ৫০ টাকা। কাঁচামরিচ ১৫-২০ টাকা বেড়ে খুচরা বাজারে ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। করলার কেজিতে দাম ১০ টাকা বেড়ে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে ১২ টাকা বেড়ে ৩০ টাকা, পটল ৭-১০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা, ঝিঙ্গা ২০ টাকা বেড়ে ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। কাঁচাপণ্যের ব্যবসায়ী আলী হোসেন বলেন, হরতালের কারণে সরবরাহ কম। তাই দাম বাড়ছে। কাওরান বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফারুক বলেন, সেখানে অন্য সময় ছোট-বড় মিলে ৩০০-৩৫০ ট্রাক কাওরান বাজারে প্রবেশ করতো। সেখানে এখন মাত্র ৪০-৫০টা গাড়ি আসে। মালিকরা এখন গাড়ি ভাড়া দিতে চায় না। কারণ হিসেবে তিনি বললেন, ভাঙচুর হয়। গাড়িতে অগ্নিসংযোগ করে হরতাল সমর্থনকারীরা। আগে সবজির গাড়ি বললেই ছেড়ে দিতো। এসব কারণে বাজারে সবজির সরবরাহ কম। তাই দাম বেশি। এছাড়া, যেখানে নওগাঁ, রংপুর থেকে বড় গাড়ি ১৭-১৮ হাজার টাকায় ভাড়া নেয়া যেতো। এখন ২২-২৩ হাজার টাকা লাগে। তারপরও মালিকরা ভয়ে ট্রাক ছাড়তে রাজি হয় না। পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যাপক হারে চড়ে গেছে ইলিশের বাজার। বড় সাইজের জোড়া ইলিশ ৬৫০০-৮০০০ টাকা এবং মাঝারি সাইজের হালি ১০,০০০-১১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের এক হালি ইলিশ পলাশী বাজারে বিক্রি হয়েছে ৪৫০০ টাকায়। বাজারে বড় ইলিশ সরবরাহ খুবই কম। এ জন্য দামও বেশি। সঙ্গে অন্যান্য মাছের দামও বৃদ্ধির দিকে। প্রকারভেদে মাছের কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক মাস আগে দেশী কৈ মাছের কেজি ছিল ৪০০ থেকে ৪৫০ টাকা। এখন তা ১০০ টাকা বেড়ে ৫০০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। যাত্রাবাড়ীর মতলব ফিশ এজেন্সির স্বত্বাধিকারী আবদুল জব্বার ও সোয়ারীঘাট মাছ ব্যবসায়ী আবদুস সাদেক জানান, হাওরের মাছ কমে যাওয়ায় এখন দাম বেশি। বর্ষার আগে দাম কমার আর সম্ভাবনা নেই। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ঢাকার ১৫টি বাজার মনিটরিংয়ে দেখা গেছে মসুর ডাল, আলু ও ইলিশ মাছের দাম বেড়েছে। মসুর ডাল নেপালি ৫ টাকা বেড়ে ১২৫ টাকা, দেশীটা ১০ টাকা বৃদ্ধি পেয়ে ১০০-১১৫ টাকা বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।