১৩ দিনের রিমান্ডে মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তিন মামলায় তাকে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। তেজগাঁও থানার তিন মামলায় ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তেজগাঁও থানার ২০(১২)১২ স্কাইপি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহানুর আলম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এতে রিমান্ড দেয়া হয় ৭ দিনের। তেজগাঁও থানার ৩৩(০৩)১৩ মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ ৭ দিনের রিমান্ড চাইলে ৩ দিন মঞ্জুর করা হয়।এছাড়া তেজগাঁও থানা ১৭(০৩)১৩ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদেকুল ইসলামও মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে কাওরান বাজারের পত্রিকা অফিস থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি অনেকদিন থেকেই আমার দেশ পত্রিকা অফিসে অবস্থান করছিলেন।