এক বছরে রেলে ৩৫ দুর্ঘটনা ও ১২৯ টি নাশকতার ঘটনা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ রেলওয়েতে গত ২৮ ফেব্রুয়ারী হতে ১১ এপ্রিল পর্যন্ত মোট ১২৯টি নাশকতার ঘটনা ঘটেছে। এছাড়াও চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত মোট ৩৫ টি দুর্ঘটনা ঘটেছে। এসব তথ্য জানিয়েছেন, রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ২১ এপ্রিল (রোববার) জাতীয় সংসদে বেগম নূর আফরোজ আলী এমপি’র উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এসব ঘটনার জন্য নাশকতামূলক তৎপরতা, রেল লাইনের ত্রুটি, ইঞ্জিন ও বগীর যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তা বিধি অমান্যকরণ সহ বিভিন্ন বিষয়কে দায়ী করেন তিনি। এদিকে এমপি সাধনা হালদারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারী থেকে এ পর্যন্ত রেলে ৩টি ছিনতাইয়ের ঘটনা ও চলন্ত ট্রেন থেকে ফিলে দিয়ে ১টি হত্যার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এ ঘটনা গুলোর সাথে সংশ্লিষ্টদের স্বীকারোক্তি অনুযায়ী অন্যান্য আসামীদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এসব অপ্রীতিকর ঘটনা রোধে ট্রেন গার্ড ডিউটি (টিজি) কর্যক্রম জোরদার এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের ২০ বছর মেয়াদি মাস্টার প্ল্যান প্রস্তুতের জন্য এক লাখ ২৭ হাজার ১২৬ দশমিক ১৫ কোটি টাকা ব্যয়ে ২২৭টি প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। যার কার্যক্রম পরিকল্পনা কমিশনে চলামান রয়েছে।