আগামী ৮মে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন ।। দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ দুপচাঁচিয়ার নবগঠিত তালোড়া পৌরসভার আগামী ৮ মে প্রথম নির্বাচনে অংশগ্রহনকারী ৭ মেয়র, ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪১ সাধারণ কাউন্সিলরদের মাঝে গত ২২ এপ্রিল (সোমবার) প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানিয়েছেন। মেয়র প্রার্থীদের মধ্যে তালোড়া পৌর আ’লীগ সভাপতি আমিরুল ইসলাম বকুল কে আনারস, বিএনপি নেত্রী আউলিয়া খন্দকারকে কাপ-পিরিচ, তালোড়া পৌর বিএনপির সেক্রেটারী আব্দুল জলিল খন্দকারকে তালা, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামকে দোয়াত-কলম, বিএনপি নেতা রামজান আলীকে টেলিভিশন, তালোড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারী বেলাল হোসেনের অনুজ সাবেক ছাত্রদল নেতা লোকমান আলী খন্দকারকে চশমা ও তালোড়া পৌর যুবলীগ সভাপতি সাইফুল ইসলামকে জাহাজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার ইউএনও মো. মামুনুর রশিদ জানান, আগামী ৮ মে (বুধবার) অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সকাল ৮টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে এবং মোট ১২ হাজার ৯’শ ২৫ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রের ৩৬টি ভোট কক্ষে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দমতো মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন।