হরতালের আগে নাশকতাঃ রাজধানীতে ১১ গাড়িতে আগুন,গ্রেফতার শূণ্য
পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন ২২ এপ্রিল (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, গুলিস্তান, কারওয়ানবাজার, তোপখানা রোড, বিজয় সরণি, বিমানবন্দর সড়কের কাওলা ও গাবতলীতে ১১টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণীতে সিএনজিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সন্দেহজনক একজনকে আটক করে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিজয় সরণী থেকে একজনকে আটক করার কথা নিশ্চিত করেছেন। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর সড়কের কাওলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিকেল সোয়া ৫টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উৎসব পরিবহনের একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেল সোয়া ৫টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উৎসব পরিবহনের একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা পৌনে ৪টার দিকে তোপখানা রোডে মিরপুর থেকে মতিঝিলগামী ট্রান্স সিলভা কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা আড়াইটার দিকে কারওয়ানবাজার এলাকায় প্রগতি লাইফ ইন্সুরেন্সের একটি চলন্ত মিনিবাস থামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে যাত্রী ছিল। তবে বাসের পেছনে আগুন দেয়ায় বিষয়টি বুঝতে পেরে দ্রুত সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বেলা পৌনে ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পিকেটাররা একটি লেগুনায় আগুন দেয়। বেলা ১টার দিকে ধানমন্ডির শুক্রাবাদে ডেফোডিল ইউনিভার্সিটির সামনে হরতাল সমর্থনকারীরা একটি প্রাইভেট কারে আগুন দেয়। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্টোল রুম জানায়, তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন প্রাইভেটকারের আগুন নিভিয়ে ফেলে। বেলা পৌনে ১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পোস্ট অফিস গলি থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল একটি মিছিল নিয়ে বনানী সুপার মার্কেট যায়। এ সময় তারা একটি প্রাইভেটকারে আগুন দেয় ও চারটি ককটেল বিস্ফোরণ করে। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল থেকে সরে যায়।
মোহাম্মদপুরে দুপুর সাড়ে ১২টার দিকে আসাদ গেটসংলগ্ন মোহাম্মদপুর প্রি-পাইরেটরি স্কুলের সামনে ৩-৪ জন যুবক মিডওয়ে পরিবহনের একটি বাসে উঠে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ও বাস কর্মচারীরা ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-২ নম্বর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার এএসআই নজরুল ইসলাম জানান, হরতাল সমর্থনকারী কয়েকজন মিলে পার্কিং করা প্রাইভেটকারে আগুন দিলে লোকজন দ্রুত তা নিভিয়ে ফেলে। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।