পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পুলিশের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপারসহ ৬৯টি ঊর্ধ্বতন পদে রদবদল করা হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। পুলিশ সদর দফতর সূত্রে এ বদলির আদেশের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চত করা হয়েছে। সূত্রটি জানায়, ডিআইজি ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত উপ-মহাপরির্দশক (এডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১৮ কর্মকর্তা ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫০ জন কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে দিল্লি থেকে প্রত্যাগত ডিআইজি নাজিবুর রহমানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরীকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ডিএমপির জয়েন্ট কমিশনার খন্দকার গোলাম ফারুককে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পিটিসি নোয়াখালি অতিরিক্ত কমান্ডেন্ট মতিউর রহমান শেখকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত ডিআইজি, খুলনার অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে পিবিআই ঢাকার অতিরিক্ত ডিআইজি, ডিএমপির জয়েন্ট কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো: মঈনুল ইসলামকে ডিএমপির জয়েন্ট কমিশনার, সিরাজগঞ্জের পুলিশ সুপার হুমায়ুন কবিরকে রংপুর রেঞ্জের ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মাহবুব আলমকে পিবিআই, ঢাকার অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো: মাহাবুবর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা টেলিকমের অতিরিক্ত ডিআইজি, ৭ম এপিবিএন ঢাকার অধিনায়ক হাসিব আজিজকে ঢাকা টেলিকমের অতিরিক্ত ডিআইজি, সিলেটের পুলিশ সুপার মো: সাখাওয়াত হোসেনকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলমকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, বাগেরহাটের পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি’র জয়েন্ট পুলিশ কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে এসবি’র অতিরিক্ত ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার (পুলিশ, হেডকোয়ার্টার্স রিপোর্টকৃত) এসএম রোকন উদ্দিনকে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মো: জাহাঙ্গীরকে বিপিএ, সারদার পুলিশ সুপার, নরসিংদীর পুলিশ সুপার ড. মো: আক্কাস উদ্দিন ভূঁইয়াকে ঢাকার বিশেষায়িত সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়নের পুলিশ সুপার, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো: আশরাফুর রহমানকে ৭ম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), রাজারবাগ টেলিকমের এআইজি মোহা: আব্দুল আলীম মাহমুদকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাজারীকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে নোয়াখালীর পুলিশ সুপার পদে, পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোয়াজ্জেমকে টাঙ্গাইলের পুলিশ সুপার পদে, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে, পুলিশ স্টাফ কলেজ, ঢাকার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জের পুলিশ সুপার পদে, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবর রহমানকে চট্রগ্রামের ৯ম এপিবিএন’র অধিনায়ক পদে, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ তারিকুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকার এআইজি পদে, এপিবিএন, সদর দফতর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামকে মাদারীপুরের পুলিশ সুপার পদে, এসবি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার পদে, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেনকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে, সিলেটের ৮ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মাসুদ করিমকে নোয়াখালীর পুলিশ সুপার পদে, পিটিসি, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানকে লালমনিরহাটের পুলিশ সুপার পদে, এসবি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা নাজমা হোসেনকে ঢাকার বিশেষ পুলিশ সুপার পদে, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিনকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার পদে, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বশির আহম্মদকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার পদে, শরীয়তপুরের পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে কুমিল্লার পুলিশ সুপার পদে, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার পদে, লালমনিরহাটের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে কুষ্টিয়ার পুলিশ সুপার পদে, চট্রগ্রাম ৯ম এপিবিএন’র অধিনায়ক মো. আবুল খায়েরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার পদে, মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন-অর-রশীদকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার পুলিশ সুপার পদে, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার গাজী মো. মোজাম্মেল হককে পুলিশ হেডকোয়ার্টাসের এআইজি পদে, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনকে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে, এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার এজেডএম নাফিউল ইসলামকে চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার পদে, মাগুরার পুলিশ সুপার প্রলয় চিসিমকে রাজশাহীর উপ-পুলিশ কমিশনার পদে, এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. মাসুদ করিমকে চট্রগ্রামের আরআরএফ, চট্রগ্রামের কমাড্যান্ট পদে, সিলেটের উপ-পুলিশ কমিশনার আমিনুল ইসলামকে পিএসটিএস, রাঙ্গামাটির কমান্ডেন্ট পদে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. মুনিবুর রহমানকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে, সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার পদে, সুনামগঞ্জের পুলিশ সুপার নুরে আলম মিনাকে সিলেটের পুলিশ সুপার পদে, কেএমপি, খুলনার উপ-পুলিশ সুপার মো. মেহেদুল ইসলামকে শেরপুরের পুলিশ সুপার পদে, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কানিজ ফাতেমাকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে।
পিবিআই, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীরকে পিবিআই, ঢাকার পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রশিদুল হাসানকে রংপুরের পিটিসিতে পুলিশ সুপার হিসেবে, ১ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মাদকে মৌলভীবাজারের পুলিশ সুপার পদে, ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিহার রঞ্জন হাওলাদারকে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে এবং ৭ম এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আরেফকে ৮ম এপিবিএন’র পুলিশ সুপার অধিনায়ক পদে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপি’র অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো: নিজামুল হক মোল্ল্যাকে বাগেরহাটের পুলিশ সুপার পদে রাজশাহীর পুলিশ সুপার এসএম এমরান হোসেনকে সিরাজগঞ্জের পুলিশ সুপার পদে, সিআইডি, ঢাকার এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে ৩য় এপিবিএন, খুলনার এসপি অধিনায়ক পদে, পুলিশ সদর দফতরের এসপি সাইফুল্লাহ আল মামুনকে ট্রাফিক এনফোর্সমেন্টের এসপি পদে বদলি করা হয়েছে।
র্যাবের এসপি খান মোহাম্মদ রেজোয়ানকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। ডিএমপি’র এডিসি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ রফিকুল ইসলামকে শরীয়তপুরের পুলিশ সুপার পদে, ডিএমপি’র এডিসি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত বিধান ত্রিপুরাকে মানিকগঞ্জের পুলিশ সুপার পদে এবং ডিএমপি’র এডিসি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: মারুফ হোসেন সরদারকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।