ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় বগুড়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার দুপচাঁচিয়ায় গত শনিবার দিবাগত রাতে স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) বগুড়া-নওগাঁ সড়কের সাহারপুকুর বাজারে এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। খবর পেয়ে পুলিশ ও রাজনীতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, ওই ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা হামিদুল ইসলাম মাজিন্দা গ্রামের ধর্ষক সোহাগ সহ ৪জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ স্থানীয় জনতার হাতে আটক ধর্ষকের বাবা মজিবর রহমান, ভাই সুমন আলী ও ভগ্নিপতি শাপলা হোসেনকে গ্রেপ্তার করে। অবরোধের খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক ধর্ষক সোহাগকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। ওই ধর্ষককে গ্রেপ্তারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।