তামাক নিয়ন্ত্রণ আইন পাস করায় সংসদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট

তামাক নিয়ন্ত্রণ আইন পাস করায় সংসদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জনস্বাস্থ্য উন্নয়নসহ তামাকজনিত মৃত্যু ও পঙ্গুত্বের বোঝা এবং এর ফলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে বহুল প্রত্যাশিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস করায় মহান জাতীয় সংসদকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট। সারাদেশের সাতশত বেসরকারি সংগঠনের পক্ষ থেকে জাতীয় সংসদের প্রতি এ অভিনন্দন জানানো হয়। আইনটি পাসের পর বাংলাদেশ তামাক বিরোধী জোট প্রতিনিধিদল জাতীয় সংসদের সদস্যদের ফুল দিয়ে ধন্যবাদ জানান। এর মধ্যে হুইপ আ স ম ফিরোজ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মঞ্জুর কাদের কোরায়শী, অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, গোলাম সবুর টুলুসহ অনেক সংসদ সদস্যকে ফুল দিয়ে ধন্যবাদ জানান। এ সময় হুইপ আ স ম ফিরোজ এমপি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরে বলেন, সরকার সব সময়ই জনস্বাস্থ্য রক্ষাকে প্রাধান্য দেয়। এ আইন সংশোধন তারই প্রক্রিয়া। সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরায়শী বলেন, তামাক বিরোধী জোটের এক অনুষ্ঠানে ধূমপান ত্যাগ করেছিলাম। পরে নিজেও তামাক বিরোধী কার্যক্রমে যুক্ত হই।

তামাকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সদ্যপাসকৃত তামাক নিয়ন্ত্রণ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। এ আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি দিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১.    বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী প্রদান
২.    সাদাপাতা, জর্দা, গুলসহ চর্বনযোগ্য তামাককেও আইনের অন্তর্ভূক্ত করা
৩.    পাবলিক প্লেস এর সংজ্ঞা’র পরিধি বৃদ্ধি করে রেস্টুরেন্ট, বেসরকারি কর্মস্থলকে ধূমপানমুক্ত করা
৪.    পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে জরিমানার পরিমাণ বৃদ্ধি
৫.    তামাক কোম্পানির পরোক্ষ ও প্রত্যক্ষ সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ ইত্যাদি


নিজস্ব প্রতিনিধি