সাভার ট্রেজেডিঃ ঘটনার ১০ম দিন পর মৃতের সংখ্যা ৫০৫
পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ৩ মে (শুক্রবার) দুপুর পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ২৪ এপ্রিল ধসে পড়ার দিন থেকে ৫০৫ জনের লাশ উদ্ধার করা হলো। দুর্গত এলাকায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম দেড়টার পর এ তথ্য জানায়। শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা আরো ৩০টি লাশ উদ্ধার করেন। এদের মধ্যে প্রমীলা, মামুন ও জাহাঙ্গীরের নাম জানা গেছে। সকাল ৬টার পর প্রমীলার লাশ উদ্ধার করার সময় তার সঙ্গে আইডি কার্ড পায় উদ্ধার কর্মীরা। আইডি কার্ডের তথ্য মতে, প্রমীলা রানা প্লাজার একটি পোশাক কারখানায় সুইং সেকশনে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরের বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। জাহাঙ্গীর ও মামুনের পকেটে মোবাইল পাওয়া গেছে। তবে তাদের প্রত্যেকের লাশ বিকৃত হয়ে গেছে। কোনোটা পুরো আবার কারো দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযানে ২৮টি নতুন লাশ উদ্ধার করা হয়। ঘটনার ১০ম দিনে এসেও ঘটনাস্থলের সামনে অসংখ্য মানুষ স্বজনের খোঁজে অপেক্ষা করছেন।
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন ৯ তলা ‘রানা প্লাজা’ গত ২৪ এপ্রিল (বুধবার) সকালে ধসে পড়ে। এ ঘটনায় সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভবন ধসের আগের দিন ২৩ এপ্রিল বিকেলেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেয়। এরপর ব্যাংকসহ কিছু কার্যালয় বন্ধ করে দেয়া হয়। কিন্তু বুধবার সকালে ভবনের পোশাক কারাখানাগুলোতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করে ভবন ও কারখানার মালিকরা। এ ঘটনায় ইতোমধ্যেই রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ওই ভবনের মালিক, মালিককে আশ্রয়দাতা, মালিকের বাবা, ভবনে অবস্থিত কারখানাগুলোর মালিক ও সাভার পৌরসভার প্রকৌশলী, ভবন নির্মাণের প্রধান প্রকৌশলীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।