৪ মেঃ ১৮ দলীয় জোটের সমাবেশ ।। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

৪ মেঃ ১৮ দলীয় জোটের সমাবেশ ।। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৪ মে শনিবারের সমাবেশকে সামনে রেখে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে চলছে মঞ্চ তৈরির কাজ। শুক্রবার রাত ৮ টা থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজ চলছে। এদিকে, শাপলা চত্বর ও আশপাশের এলাকা ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে। ৭০/৪০ ফুট মঞ্চটি দৈনিক বাংলার মোড়মুখী করে তৈরি করা হচ্ছে। মঞ্চের দুই পাশ খোলা থাকবে যাতে পল্টন এবং মতিঝিলের দিক থেকে সমাবেশে আগতরা মঞ্চ দেখতে পান।

প্রসঙ্গত, গত ২৮ তারিখে শাপলা চত্বর অথবা নাইটিঙ্গেল মোড়ে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে আবেদন করে ১৮ দলীয় জোট। শুক্রবার সন্ধ্যায় শর্ত সাপেক্ষে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সাভার ট্র্যাজেডি, সরকারের অব্যাহত ব্যর্থতার প্রতিবাদ এবং সংবিধানে নির্দলীয়-নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ মহাজোট সরকারের পদত্যাগের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও মহানগরী থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন বলে জানা গেছে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের মুখপাত্র শামসুজ্জামান দুদু বলেছেন, “এ সমাবেশ হচ্ছে গণতন্ত্র ও মত প্রকাশের সমাবেশ। এটি স্মরণকালের সমাবেশ হিসেবে চিহ্নিত হবে।”

নিজস্ব প্রতিনিধি