শাপলা চত্বরঃ ব্যাপক জনসমাগম, সামনের সড়ক বন্ধ, পরিবহন চলাচল কমে গেছে

শাপলা চত্বরঃ ব্যাপক জনসমাগম, সামনের সড়ক বন্ধ, পরিবহন চলাচল কমে গেছে

রিয়াদ হাসান ও শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ সমাবেশ বিকেলে। কিন্তু কর্মী সমর্থকরা আসা শুরু করেন সকাল থেকেই। জামায়াত শিবিরের প্রস্তুতি ছিল আগেই। দখল করতে হবে মঞ্চের সামনের এলাকা। ফজর নামাজ পড়েই মতিঝিলের দিকে পা বাড়ান তারা। ১১টা নাগাদ শাপলা চত্বরের আশে পাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ১২টার পরে যারা আসবেন তাদের দূরেই অবস্থান নিতে হবে। ১৮ দলীয় জোটের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জোট নেত্রী বেগম খালেদা জিয়া। শনিবার বিকেল ৪টার দিকে তার মঞ্চে আসার কথা রয়েছে। তবে জোটের সিনিয়র নেতারা আসবেন দুপুর থেকেই। ইতোমধ্যে দ্বিতীয়-তৃতীয় সারির নেতারা চলে এসেছেন। তবে মঞ্চে সবাই উঠতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে ১৮ দলীয় জোটের সভাপতিরা মঞ্চে আসন পাবেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যেও সবাই মঞ্চে আসন পাবেন না। তাদের মধ্যে সিনিয়র কয়েক জনের জন্য আসন দেয়া হবে।

অপরদিকে, রাজধানীতে বিকেলে অনুষ্ঠেয় বিএনপির জনসভা ও আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানবাহন তুলনামূলকভাবে কম চলছে। গণপরিবহনের সংখ্যাও কম। ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে। রাজধানী থেকে আজ সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে বাস কম আসছে। নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট কয়েকজন জানান, আজ দুপুরের পর থেকে কোন দূরপাল্লার কোনো বাসই ঢাকার দিকে আসবে না। এ ছাড়া সকাল থেকে শহরের ভেতরে চলাচলকারী বাসের সংখ্যাও কম লক্ষ্য করা গেছে। বিভিন্ন বাস স্টপেজের মালিক-সমিতির লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেলের দিকে শহরে বাস চলাচল আরও কমে যাবে। আজকের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরের সামনের সড়ক বন্ধ করে দিয়ে ফকিরাপুল পুলিশ বক্সের সামনের সড়ক, দৈনিক বাংলা মোড়, মতিঝিলের শিল্প ব্যাংক ভবন, ইত্তেফাক মোড় দিয়ে ঘুরে গাড়ি চলাচল করতে বলা হয়েছে। মতিঝিল জোনের ট্রাফিকের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক জানান, জনসভা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, যাতে যানজটের সৃষ্টি না হয়, এজন্য এ সড়ক বিভাজিত করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি