বগুড়ার শাখারিয়া ইউনিয়নের উলিপুর গ্রামে ৪ বাড়িতে নারকীয় তাণ্ডব!
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়া সদরের সাখারিয়া ইউনিয়নের উলিপুর গ্রামে ৪টি বাড়িতে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে প্রায় শতাধিক সশস্ত্র দুস্কৃতিকারী। হামলাকারীরা ককটেলের বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টির পর নিরীহ গ্রামবাসীদের বাড়িতে পেট্রল ও গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে সম্পুর্ন ভস্মিভুত করে দিয়েছে। ৩ মে (শুক্রবার) সন্ধ্যায় জমিজমা নিয়ে এক বিরোধকে কেন্দ্র করে উলিপুরে একটি সালিশী বৈঠক বসে। সেখানে ইউপি চেয়ারম্যান শফিকের সাথে জনৈক শামীমের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি শালিস শেষ না করেই সেখান থেকে চলে যান। এরপর হঠাৎ করেই গুজব ছড়িয়ে দেয়া হয়, তিনি গুলিবিদ্ধ। এর পরপরই শুরু হয় নারকীয় তান্ডব। শতাধিক দুস্কৃতিকারী ধারালো অস্ত্র, লাঠি নিয়ে হামলা ভাংচুর এবং অগ্নি সংযোগ শুরু করে ৪টি বাড়িতে। প্রথমেই তারা শামীমের বাবা প্রাক্তন প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ককটেল ফাটিয়ে তার ঘরবাড়ি তছনছ করে ফেলে। বাধা দিতে গিয়ে স্ত্রী কন্যাসহ তিনি আহত হন। দুস্কৃতিকারীরা এরপর এক কিলোমিটার দুরে বিধবা জমেলা বেওয়া এবং তার দেবরের বাসায় হামলা চালানোর পর পেট্রেল এবং গান পাউডার ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই গোটা বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাড়খার হয়ে যায়। আগুনে কোরাণ শরীফ সহ এনজিও থেকে ঋণ নেয়া ১লাখ ৩০ হাজার টাকাও পুড়ে গেছে । ২টি ছাগলও রক্ষা পায়নি আগুনের হাত থেকে। বিধবার কান্নায় সেখানে এক হৃদয় বিদারক ঘটনার জন্ম দেয়।
প্রত্যক্ষদর্শী হান্নান জানালেন, সন্ধ্যার কিছু আগে হঠাৎ করেই একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র সহ এগিয়ে আসতে থাকে। তারা কাউকে কোন কথা বলার সুযোগ না দিয়েই বাড়ি ঘরে হামলা চালায়। জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, শাখারিয়া ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন এ গুজব ছড়িয়ে নারকীয় এই তান্ডব ঘটানো হয়েছে। তিনি বলেন, মামলা করলে এ ব্যাপারে আইনগত সব ধরনের ব্যবস্থা নেবেন।