চিকিৎস্বার্থে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমবারের মতো সিঙ্গাপুর যাচ্ছেন। দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ গমন। রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছারউদ্দিন ভুইঞা জানান, ৪ মে (শনিবার) রাতে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর বৃহস্পতিবার দেশে ফিরবেন। স্পিকারের দায়িত্ব পালনের সময়ও আবদুল হামিদ তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন সিঙ্গাপুরে।
উল্লেখ্য,২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন আবদুল হামিদ। তবে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও এখনো বঙ্গভবনের বাসভবনে ওঠেননি তিনি। আগের মতোইতিনি জাতীয় সংসদের স্পিকারের ভবনেই থাকছেন। বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশ থেকে ফিরে অল্প সময়ের মধ্যে আবদুল হামিদ রাষ্ট্রপতির সরকারি বাড়ি বঙ্গভবনে উঠবেন।