তুমি বীনা আমি…(মর্তুজা হাসান সৈকত)

তুমি বীনা আমি…(মর্তুজা হাসান সৈকত)

###তুমি বীনা আমি…###
—-মর্তুজা হাসান সৈকত—-

____________________________________________________________________________

অবাক হয়ে ভাবি, ভাবি কীভাবে চলে গেছো দূরে, অনেকদূরে !

দস্যুর মত  দুঃস্বপ্নকে জাপটে ধরে নেয়া জীবনে কীভাবে হয়ে আছি

নিজেই আপন স্বপ্নের হন্তারক ! নইলে ভাবো, একসময় তোমাকে

হারানো অসম্ভব জেনেছি, অথচ দ্যাখো দিব্যি কীভাবে তুমিহীন আছি !

 >>>

সময় হেঁটে গেছে বিপরীতেই বড়। শিখিয়েছে হাঁটতে । নইলে ভাবো

যৌথ স্বপ্নই কেনো ভাষা পেলোনা কোনো ! সবচে নিশ্চিত স্বপ্ন, সহস্র

সূর্যের জ্যোতির্ময়তা ঝরাপাতা, অন্ধকারে রূপান্তরিত হয় যৌবন জুড়ে

কারো ! শতাব্দীর পর শতাব্দী জুড়ে এই অনুপস্থিতিই দাউদাউ আগুনে

রূপান্তরিত হয়ে যাচ্ছে । ফিরে আসছো তুমি অসুখে আক্ষেপেই কেবল !

 >>>

জানি, এ অসুখ আক্ষেপময় কাল কেবল সয়ে যাওয়ার সময় আমারই । আমি

যাই সয়ে সমস্ত অসুখ এ, কেনোনা যেতে হবে বাস্তবিকই। মনের সবটুকু

ছুঁয়ে থাকা হে অপরাজিতা ভালোবাসার, লজ্জাবতী লতা গুচ্ছ গুচ্ছ স্বপ্নের,

কেনোনা কেবল আমি হন্তারকই তোমার স্বপ্ন,তোমার বিশ্বাসের ! চোখের

পাতা ছুঁয়ে ঠোঁটের উঠোন ছুঁয়ে বছরের পর বছর জুড়ে দুঃস্বপ্নের মর্মান্তিক স্বত্ব !

____________________________________________________________________________

অতিথি লেখক