আল্লামা শফির বিবৃতিঃ ১৩ দফা না মানা পর্যন্ত মতিঝিলে অবস্থান

আল্লামা শফির বিবৃতিঃ ১৩ দফা না মানা পর্যন্ত মতিঝিলে অবস্থান

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ঢাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে যোগ দেয়ার পথে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর সরকারি পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডারদের নৃশংস আক্রমণ, নেতাকর্মীদের শাহাদৎবরণ এবং তিন শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হওয়ায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমির আল্লামা শাহ আহমদ শফি। এক বিবৃতির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান। ওই বিবৃতিতে তিনি আরও বলেন, জুলুম নির্যাতন করে সরকার হেফাজতে ইসলামের আন্দোলন দমাতে পারবে না। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মতিঝিল শাপলা চত্বরে অবস্থান অব্যাহত থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে ১৩ দফার ঈমানী দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান হয়। আল্লামা আহমদ শফি মতিঝিল সমাবেশের উদ্দেশে রওয়ানা দেয়ার পর মাঝপথ থেকে লালবাগ শাহী মাদ্রাসায় ফিরে গিয়ে রাত পৌনে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা বলেন।

এসবিডি নিউজ ডেস্ক