রাজধানীর লালবাগ অঞ্চল থেকে জুনায়েদ বাবুনগরী গ্রেপ্তার!
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ মে (সোমবার) রাত আটটার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল ৫ মে (রোববার) ‘ঢাকা অবরোধ’ করতে এসে রাজধানীতে ধ্বংসযজ্ঞ চালায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে তারা মতিঝিল-পল্টনের দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ও গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় হাজার হাজার গুলি, বোমা, ককটেল, কাঁদানে গ্যাসের শেল ও গ্যাসগ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত ও পুলিশের সদস্যসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। হেফাজতের কর্মীরা জিপিওর প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, পুলিশের ট্রাফিক বিভাগের কার্যালয়, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ভবন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুল, মুক্তি ভবন, র্যাংগস ভবনসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে ও ফুটপাতের দোকানে আগুন ধরিয়ে দেন। এসব ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। এই মামলায় জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারের পর হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ৭ মে (মঙ্গলবার) সকালে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।