৯ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে
জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালের মধ্যেই ৯ মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম ৭ মে (মঙ্গলবার) এ তথ্য জানান। উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বৃহস্পতিবার সকালে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বিএনপি-জামায়াতসহ বিভিন্ন সংগঠনের হরতালের কারণে এবার পাঁচ দিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গিয়েছিল।