বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী জয়ী
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজশাহী বিভাগে এবার প্রথম দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার নির্বাচন ইভিএম পদ্ধাতিতে ৮মে বুধবার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল জলিল খন্দকার তালা প্রতীকে ৪হাজার ৫৮৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী আমিরুল ইসলাম বকুল আনারস প্রতীকে পেয়েছেন ৩হাজার ৩৭৩ভোট। অপর প্রার্থী জামায়াতের নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩হাজার ৫৪ভোট। এ নির্বাচনে ১২হাজার ৯২৫জন ভোটারের মধ্যে ১১হাজার ৪০১জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রিটার্নিং অফিসার ইউএনও মো. মামুনুর রশিদ নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেছেন।