বিশ্বব্যাপী আলোচনায় ‘রেশমা’
শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ মুহুর্তেই জেনে গেলো পুরো বিশ্ব। ১৭ দিন পরও বাংলাদেশে সাভারের রানা প্লাজা ভবনের ধ্বংসস্তূপে বেঁচে আছেন রেশমা। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে তাকে। আর্ন্তজাতিক গণমাধ্যগুলোতে সাথে সাথেই শিরোনামে উঠে এসেছে এ খবরটি। উদ্ধার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আলজাজিরায় প্রধান সংবাদ হিসেবে প্রকাশ পায় ‘জীবিত’ অবস্থায় উদ্ধার হয়েছেন রেশমা। সংবাদটির শিরোনাম করা হয়, “ঢাকার ধংসস্তুপ ভবন থেকে জীবিত একজন উদ্ধার’। শিরোনামের নিচে সাব হেড করা হয়, ‘ভবন ধসের ১৭ দিন পর উদ্ধারকর্মীরা এক নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে।’ সংবাদের সাথে বাংলাদেশের বেসরকারি দুটি চ্যানেলের উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজ ও ছবি সংযুক্ত করে দেয়া হয়। এখান থেকে স্থির চিত্রটিও প্রকাশিত হয়। সংবাদে প্রকাশ করা হয়, ‘বাংলাদেশে একটি পোশাক কারখানায় ভবন ধসে এখন পর্যন্ত এক হাজারের বেশি নিহতের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৭ দিন পর শুক্রবার এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। এই উদ্ধার হওয়া মেয়েটির নাম রেশমা। সে এতো দিন এই ভবনের নিচে চাপা পড়েছিল।’
বিবিসিঃ এ সংবাদটি লিড করা হয়েছে। এখানে শিরোনাম করা হয়, “ঢাকায় ভবন ধস: ধংসস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার।” সাব হেডে উল্লেখ করা হয়, ‘১৭ দিন আগে ভবন ধসের ধংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরপর সংবাদে এর উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।’
সিএনএনঃ এ ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হয় এই সংবাদটি। এখানে বলা হয়, “বাংলাদেশে ভবন ধসের ধংষস্তুপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।”
উল্লেখ্য, ১০ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৩টা থেকে রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের অভিযান শুরু হয়। প্রায় ১ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানের পর বিকেল ৪টা ২৭ মিনিটে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। ফায়ার সার্ভিসের সদস্য জামিল ও মেজর মোয়াজ্জেম তাকে বের করে নিয়ে আসেন। সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন রেশমা।