বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের ঝটিকা মিছিল: ককটেল বিস্ফোরন, আহত ৪, গ্রেপ্তার ৭
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়া শহরের চেলোপাড়ায় ছাত্র শিবিরের মিছিল থেকে ককটেল বিস্ফোরনে স্কুল ছাত্রী সহ ৪জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত স্কুল ছাত্রী এবং জুতা কারিগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ৭জনকে গ্রেফতার করেছে।
১৩ মে (সোমবার) বিকেল ৫টায় ইসলামী ছাত্র শিবির বগুড়া শহর শাখা উদ্দ্যেগে এক ঝটিকা মিছিল শহরের ফতেহ্ আলী মোড় থেকে বের হয়ে চেলোপাড়া গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ শেষে হঠাৎ ২টি ককটেলের বিস্ফোরনের ঘটনা ঘটে। ককটেলের আঘাতে বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন ও পরেশ নামে এক জুতা কারিগর সহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে সাদিয়া এবং পরেশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিস্ফোরনের প্রচন্ড শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। চলন্ত যানবাহন থেকে মহিলা যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পুলিশ এঘটনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে।