আদিবাস (রুখসানা কাঁকন)

আদিবাস (রুখসানা কাঁকন)

~~~আদিবাস~~~
—রুখসানা কাঁকন—

 

===========================================================================

নদীর সাথে ভেসে যাবো একদিন  ভেবেছিল মন।

 মন আরও ভেবেছিল বিস্তীর্ণ একাকীত্ব কে,

 কিন্তু অভাগা যেদিকে যায়  সেখানে সাগর শুকাতে পারিনি ।

 ক্ষণিক ভেবেছে জন্মাতরের পরে আরেক জন্ম

 আগাছার গায়ে পলাশ ফুলের চিত্রকর্ম।

 যা পুড়েছে জলাঞ্জলি জটিলতায়

 মেঘের গায়ে  সেখানেই হলো আশ্চর্য বোধোদয় ।

 সেখান থেকেই আবার গান শুরু,

 কোমরে নক্ষত্র বিছার ঝাড়,

 কলমের কালি ভরা নিখুঁত রচনা

 আর কফির কাপে অন্যমনস্ক লিপস্টিক ।

 যেখানে যা পেল মন খেলল ডুবি  মানুষ,

 চিরন্তন বাঁধনে এল আকশের গান।

 শূন্যতা খামছেও বাঁচল জোছনা,

 আকাশ ভুমিতে হারাল ক্লন্তিলগ্ন।

 বেসুমার  জীবনে মিশলেও আদেখলা থাকল প্রাপ্তি

 মানুষের জীবনে চিরবাস এ অবারিত প্রেম

 মানব মানবির চিরন্তন চুলায তাই গরম ভাতের ঘ্রান।।

___________________________________________________________________________

অতিথি লেখক