সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছে ডাব্লিউবিবি ট্রাস্ট
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত আইনের বিধিমালা প্রণয়ন জরুরি। বেসরকারী সংগঠনগুলো স্ব-উদ্যোগে নিজ প্রতিষ্ঠান ধূমপানমুক্ত ঘোষণা এবং সাইন স্থাপনের মাধ্যমে আইনটি বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া আইন পালনে মানুষকে উৎসাহী করতে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। ১৫ মে (বুধবার) সকালে ধানমন্ডি ডাব্লিউবিবি ট্রাস্ট-র সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে যুব সমাজের ভাবনা শীর্ষক দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা অংশগ্রহণকারীরা এই অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষন পরিচালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্ট-র পরিচালক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। আইন বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করেন রাশেদুজ্জামান শামীম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের উন্নয়ন কর্মকর্তা শারমিন আক্তার রিনি।
দক্ষতাবৃদ্ধিমূলক কর্মশালায় নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, অরুনোদয়ের তরুন দল, সাফ, বিসিএইআরডি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের ২০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহন করে। কর্মশালার শেষে অংশগ্রহণকারী তরুনরা তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানমন্ডি লেক এবং ঝিগাতলা বাসষ্ট্যান্ড এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।