ভোরে ঘূর্ণিঝড় মহাসেন’র বর্ধিতাংশ আঘাত হানতে পারে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বঙ্গোপসাগরে পূর্ণ জোয়ারের সময় বুধবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত কক্সবাজার উপকুলীয় এলাকায় প্রায় ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছাসের আশংকা সৃষ্টি হয়েছে। আর এ সময়ের মধ্যেই ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। কক্সবাজার জেলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বুধবার রাত ১টা ৪৮ মিনিটে বঙ্গোপসাগরে পূর্ণ জোয়ার সৃষ্টি হবে। সকাল ৮টা ৮ মিনিটে জোয়ার শেষ হয়ে ভাটা হবে। আর বুধবার রাত ১০টার পর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মহাসেন’র বর্ধিতাংশ আঘাত হানতে পারে। ভোরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ের মূল ও সক্রিয় অংশ। সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত আনুক কিংবা দুর্বল হয়ে যাক, পূর্ণ জোয়ারের সময় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হবে। এতে উপকূলীয় এলাকা প্লাবিত হবার সম্ভাবনা আছে।’ তিনি জানান, বুধবার বঙ্গোপসাগরে স্বাভাবিক জোয়ারের সময় পানির উচ্চতা ছিল ২ দশমিক ৮৩ ফুট। জলোচ্ছ্বাসের সময় পানির উচ্চতা বেড়ে সর্বনিম্ন প্রায় ৮ ফুট এবং সর্বোচ্চ ১০ ফুট হতে পারে। তবে জোয়ারের সর্বোচ্চ উচ্চতা স্বাভাবিকের চেয়ে সাত ফুটের বেশি হবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ বিশেষজ্ঞ অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, ‘স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৭ ফুট পর্যন্ত উচ্চতা বেশি হতে পারে। তবে সাত ফুট না হওয়ারও সম্ভাবনা আছে। এটা ঘূর্ণিঝড়, সাইক্লোন না। প্রশাসন মানুষকে ভুল বার্তা দিচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে।’