চলতি মাসে রাজধানীতে বিরোধী দলগুলো রাজনৈতিক সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে নাঃ ডিএমপি
রিয়াদ হাসান,এসবিডি নিউজ24 ডট কমঃ চলতি মাসে রাজধানীতে বিরোধী দলগুলো রাজনৈতিক সভা-সমাবেশ করার অনুমতি পাচ্ছে না। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ সরকার বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কোনো সভা-সমাবেশের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি সভা-সমাবেশের নাম করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমোদন দেয়ার পর প্রায়ই সেসব কর্মসূচিতে হাঙ্গামার ঘটনা ঘটে। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এমনিতেই পুলিশকে তাদের দায়িত্বের চেয়ে বেশি সময় এসব কর্মসূচিতে ব্যস্ত থাকতে হয়। এর সঙ্গে এসব সভা-সমাবেশকে কেন্দ্র করে পুলিশকে এতো চাপে থাকতে হয়, যা সামাল দেয়া পুরো পুলিশ বাহিনীর জন্যই কঠিন হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মহানগরীর যেকোনো সভা-সমাবেশের ওপর ডিএমপি অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে বলে সূত্র নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, পুলিশের এই নিষেধাজ্ঞা সকলের জন্য প্রযোজ্য হলেও মূলত এ নির্দেশনা প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলকে টার্গেট করেই বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সমাবেশ করতে ডিএমপির কাছে পরপর দুইবার লিখিত আবেদন করা হলেও বিএনপিকে অনুমোদন দেয়া হয়নি। এ বিষয়ে ডিএমপি সদর দফতরে উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘ডিএমপি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিছু দিক নির্দেশনা থাকছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। এসব বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। তবে যারা সভা-সমাবেশের নাম করে জননিরাপত্তা বিঘ্নিত করে তাদের অনুমতি দেয়া হবে না।