বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৮ মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার আদমদীঘিতে গাঁজা, হেরোইন সেবন ও চোলাই মদ(তাড়ি) বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত ৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তদের আটক করে ২১ মে (মঙ্গলবার) তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল মনজুর অপরাধীদের সাজা দেন। ভ্রাম্যমান আদালত উপজেলার কুন্দগ্রামের মামুন তালুকদার (৪৫) কে ১ বছর, ছাতনী গ্রামের শাহাজাহান খাঁন (৩৫), ফিরোজ (৩২), পৌওতা গ্রামের মাসুদ রানা (৩৪), নওগাঁর শিমুলিয়া গ্রামের বিদ্যুৎ (২৫) জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকার ফরিদুল (২৬) কে ৬ মাস, এবং সান্দিড়া গ্রামের সাইদুল (২৩) ও কলসা গ্রামের আপেল (১৮) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের সাজা দেন।