হরতালের আগে-ই তাণ্ডবঃ গাড়িতে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও হাত বোমার বিস্ফোরণ

হরতালের আগে-ই তাণ্ডবঃ গাড়িতে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও হাত বোমার বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালের সমর্থনে রাজধানীতে গাড়িতে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল ও শিবির। হরতালের আগের দিন ২৫ মে (শনিবার) আতঙ্ক সৃষ্টি করতে হাত বোমার বিস্ফোণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬ টার দিকে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে মিরপুর-গুলিস্থান রোডে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে দুপুরের দিকে মৎস্যভবন এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল। পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। দেড়টার দিকে গুলশান এলাকায় শিবিরের শতাধিক নেতাকর্মী মিছিল বের করে। তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আসার আগে সরে গিয়ে গুলশান লেকের সামনের সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। সেখানেও রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করা হয়। ওই মিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা অংশ নিলেও সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, একই সময় দয়াগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবির। সেখান থেকেও কাউকে আটক করা যায়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই শিবির কর্মীরা পালিয়ে যায়। এদিকে, হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে হরতাল সমর্থকরা। দুপুরের দিকে মালিবাগ মোড়ে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ আসার আগেই সটকে পড়ে তারা।

নিজস্ব প্রতিনিধি