হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হাজি সেলিমসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কোর্ট রিপোর্টার,এসবিডি নিউজ২৪ ডট কমঃ

আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি হাজি মো. সেলিমসহ ২১ আসামির বিরুদ্ধে দায়ের করা পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়া সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করার জন্য এ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদেশ প্রদান করেন। আসামিরা মামলার ৮টি ধার্য্য তারিখে আদালতে হাজির না হওয়ার কারণে তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট মামলার অভিযোগ শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য্য করেছেন। মামলার অপর আসামিরা হলেন, গোলাম মোহাম্মদ, বাবলা, রিয়াজ উদ্দিন বাদল, হেদায়েতুল ইসলাম, মফিদুল ইসলাম, আলী আহম্মদ, বিপ্লব, নূর মোহাম্মদ, ইব্রাহিম, আনিস, সুলতান, আকরাম, আরশাদ আলী, আরেফিন, আব্দুল্লাহ, পিয়ারা, আনিসুর রহমান, জব্বার, সেলিম ও সাগর আহামেদ।
জানা যায়, হাজি সেলিমের নেতৃত্বে ২০০-৩০০ জনের একটি জঙ্গি মিছিল থেকে চকবাজারের ওয়াটার ওয়ার্কস রোডের মোড়ে পুলিশের ওপর হামালা করা হয়। আসামিরা পুলিশের ওপর ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ করে। এসব অভিযোগে লালবাগ থানার এস আই খোরশেদ আলম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৩ মার্চ থানায় অভিযোগ করেন। তদন্ত কর্মকর্তা এস আই শহীদ মাহমুদ ঘটনাটি তদন্ত করে ২০০৪ সালের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।