কামারুজ্জামানের পরবর্তী শুনানি ১৮ মার্চ

কামারুজ্জামানের পরবর্তী শুনানি ১৮ মার্চ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে গঠিত অভিযোগের পরবর্তী শুনানি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সময় আবেদন করলে চেয়ারম্যান নিজামুল হক নাসিমের নেতৃত্বে ২ সদস্যের বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

কামারুজ্জামানের আইনজীবীরা তার সঙ্গে দেখা করার জন্য ৩ দিন সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ৩, ১০ ও ১৭ মার্চ করাগারে কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা দেখা করতে পারবেন।

এর আগে বুধবার সকালে কামারুজ্জামানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। তবে প্রথম দফায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন যথাযথ না হওয়ায় অভিযোগপত্র ফেরত দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ওই অভিযোগপত্রে তার বিরুদ্ধে ৯টি অভিযোগ ছিল।

এরপর দ্বিতীয় দফায় সুবিন্যস্ত অভিযোগপত্র দাখিল করায় ট্রাইব্যুনাল ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।