বগুড়ার ধুনটে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত : ১ আহত: ১৫

বগুড়ার ধুনটে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত : ১ আহত: ১৫

চপল সাহা, বিশেষ প্রতিবেদক,এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়ার ধুনটে জমি দখলকে কেন্দ্র করে আজ বুধবার দু’পক্ষের মধ্যে সহিংস ঘটনায় প্রতিপক্ষের ফালার আঘাতে একজন নিহত ও মহিলাসহ উভয়পক্ষের ১৫জন আহতে হয়েছে। প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে নিহত ব্যাক্তির বাড়িঘর ভাংচুর করেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ৭ জনকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আনারপুর গ্রামের আবেদ আলী ও আব্দুল জলিল ফকিরের মধ্যে প্রায় ৪বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। চলতি মৌসুমে বিবাদমান ওই জমিতে আব্দুল জলিল ফকির বোরো ধান চাষ করেছে। গত সোমবার আবেদ আলীর তার লোকজন নিয়ে সদ্য লাগানো বোরো ধানের জমিতে জোর পূর্বক লাল নিশান পুতে দখলের ঘোষনা দেয়। এরপর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় আব্দুল জলিল ফকির লোকজন নিয়ে লাল নিশান পুতে রাখা বোরো ধানের জমিতে নিড়ানি দিতে যায়। এসময় আবেদ আলীর লোকজন বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। বিবাদমান দুই পক্ষের মধ্যে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলে। এসময় প্রতিপক্ষের ফালার আঘাতে আব্দুল জলিলের ফকিরের ছেলে আইয়ুব আলী (২৮) ঘটনাস্থলে মারা যায়। এছাড়া ডেফুলি খাতুন (৫০), আব্দুল মান্নান (৩৮), আব্দুল হান্নান (৩৫), হাসিনা খাতুন (৩২), আব্দুর রাজ্জাক (৪০), জাহিদুল ইসলাম (৩২), কামাল হোসেন(২৮) খোদা বকস (৪৫), আবেদ আলী (৩৮), জাহিদুল ইসলাম(২৪), সনিয়া খাতুন (২০), ফরিদ উদ্দিন (২০), সাবিনা ইয়াসমিন(২৫), রঞ্জু মিয়া (২৮) আহত হয়েছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে নিহতের পরিবারের বাড়িঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে। নিহত আইয়ুব আলীর বড় ভাই আব্দুল মান্নানের মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ধুনট সদর পাড়ার আব্দুর রাজ্জাক (৫৫), আনারপুর গ্রামের কামাল হোসেন (২৫), জাহিদুল ইসলাম(২৫), খোদা বকস(৪২), বাদশা মিয়া(৪২), খোদা বকস (২৮) এবং রুকসানা খাতুনকে (২০) আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ বুধবার সকালে বিবাদমান জমির দখলকে কেন্দ্র করে সহিংস ঘটনায় একজন মারা গেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭জনকে আটক করেছি।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।