আসছে ব্যাট ফ্লুঃ মহামারির আশঙ্কা

আসছে ব্যাট ফ্লুঃ মহামারির আশঙ্কা

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ আমরা বার্ড ফ্লু বা সোয়াইন ফ্লুর মহামারির কথা শুনেছি। কিন্তু এবার বিজ্ঞানীরা নতুন একটি ফ্লুর কথা বলেছেন। সেটি হচ্ছে ব্যাট ফ্লু। বাদুড় পাখি থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। মার্কিন স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা গুয়াতেমালার বাদুড়ের দেহে এ ভাইরাসের সন্ধান পেয়েছেন। তারা বলেছেন, মানবদেহে এর সংক্রমণ ঘটতে পারে। এর আগে মুরগির ডিম বা মানব কোষে নতুন ভাইরাসের যে গুজব ছড়ানো হয়েছিল তাদের পরীক্ষায় সেটি পাওয়া যায়নি।

মানুষ, পাখি, শুকর ও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী থেকে বিভিন্ন ভাইরাসের সংক্রমণ ঘটে থাকে। তবে বাদুড় থেকে ভাইরাসের খবরটি এই প্রথম জানা গেল। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বিজ্ঞানীরা গত দুই বছর ধরে গুয়াতেমালার ৩০০ বাদুরের দেহ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা বলেছেন, সাধারণত যেসব বাদুড়ের ঘাড়ের রং হলুদ তাদের মধ্যেই এ ভাইরাস বিদ্যমান।

সূত্রঃ বিবিসি অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।