তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ

তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ

এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেছেন, অষ্টম বেতন বোর্ড গঠন করতে তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তাঁরা আগামী ১০ মার্চের মধ্যে বেতন বোর্ডের গেজেট বিজ্ঞপ্তি ঘোষণার দাবি জানান। অন্যথায় তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবিসহ বোর্ড গঠনে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেয়া হয়।

৩ মার্চ (শনিবার) ঐক্য পরিষদের এক বিবৃতিতে তথ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। এই পরিষদে সাংবাদিকদের সব ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।  কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় যুক্ত বিবৃতি দেয়ার সিদ্ধান্ত হয়। সাংবাদিক নেতারা বলেন, বেতন বোর্ড গঠনে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয় সংবাদবিজ্ঞপ্তি দিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বেতন বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল।

সাংবাদিক নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে বেতন বোর্ডের চেয়ারম্যানের নিয়োগ চূড়ান্ত করেছেন। সাংবাদিক-প্রেস শ্রমিক এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু তথ্যমন্ত্রীর কারণে আজ পর্যন্ত বোর্ড গঠনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বিবৃতিতে সই করেন রুহুল আমীন গাজী, মো. আলমগীর হোসেন খান, মো. মতিউর রহমান তালুকদার, আবদুল জলিল ভূঁইয়া, শওকত মাহমুদ, মো. খায়রুল ইসলাম, মো. কামাল উদ্দিন, ওমর ফারুক, আবদুস শহীদ প্রমুখ।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।