পুলিশের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে

পুলিশের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ১২ মার্চ ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসমাবেশে অংশ নিতে ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছিল। ১২টার দিকে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দিয়ে মত্স্য ভবনের দিকে চলে যায়। এরপর বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় গুলির শব্দ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে।

তবে ঘটনার ব্যাপারে ছাত্রলীগ বলছে, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের কটূক্তি করে। তখন তারা ছাত্রদলের কর্মীদের ধাওয়া করে।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি। এদিকে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা বাটা সিগন্যালের সামনে লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপস্থিতিতেই মহড়া দিচ্ছে। তারা মহাসমাবেশের পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেয়।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।