ফোন হ্যাকিং কেলেঙ্কারিঃ ব্রিটেনে মোট ৪৫ জন গ্রেফতার!

ফোন হ্যাকিং কেলেঙ্কারিঃ ব্রিটেনে মোট ৪৫ জন গ্রেফতার!

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ব্রিটেনে রুপার্ট মার্ডকের নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারি তদন্তের শেষ পর্যায়ে গত মঙ্গলবার পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছেন সাবেক নিউজ ইন্টারন্যাশনালের নির্বাহী প্রধান এবং নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক সম্পাদক রেবেকা ব্রুকস ও তার স্বামী চার্লি ব্রুকস। রেবেকা ব্রুকস এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন। ভোরে ব্রিটেনজুড়ে তল্লাশি চালিয়ে ৫ জন পুরুষ এবং ১ জন নারীকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে জানিয়েছে পুলিশ। ব্রুকস দম্পতির সঙ্গে আটক অন্যান্যদের মধ্যে হ্যাম্পশায়ার থেকে ৩৯ বছর বয়স্ক একজনকে, পশ্চিম লন্ডন থেকে ৪৬ বছর বয়স্ক একজনকে, হার্টফোর্ডশায়ার থেকে ৩৮ বছরের একজনকে এবং পূর্ব লন্ডন থেকে ৪৮ বছর বয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। সর্বশেষ গ্রেপ্তারকৃতদেরকে বাকিংহামশায়ার, অক্সফোর্ডশায়ার এবং লন্ডনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্রঃ রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।