জাপানে আবারও সুনামি

জাপানে আবারও সুনামি

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ জাপানে আবারও আঘাত হেনেছে সুনামি। জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে ১৪ মার্চ (বুধবার) ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। এর আগে এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। প্রায় এক বছর আগে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পের পর সুনামির পূর্ব সতর্কতা জারি করে স্থানীয় লোকদের নিরাপদ স্থানে সরে যাবার পরামর্শ দেয়। জাপানের আবহাওয়া সংস্থা প্রাথমিকভাবে বলেছে, সুনামি ৫০ সে.মি. উঁচু হতে পারে। তবে মার্কিন পর্যবেক্ষকরা বলেছেন, বড় ধরনের সুনামির আশংকা নেই।

উল্লেখ্য, গত বছরের ১১ মার্চ হওয়া সুনামির তাণ্ডবের আগে ভূমিকম্পের মাত্রা ছিল ৯।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।