মিসবাহ ও আকমলের লড়াকু ব্যাটিংয়ে জয় পাকিস্তানের

মিসবাহ ও আকমলের লড়াকু ব্যাটিংয়ে জয় পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ শ্রীলঙ্কার মতো শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও পরে বেশ ভালোমতোই ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ১৩ ওভারের মধ্যে মাত্র ৩৩ রানেই দুই ওপেনার মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ ও ইউনুস খানের উইকেট হারিয়েছিল পাকিস্তান। কিন্তু চতুর্থ উইকেটে ১৫২ রানের চমত্কার জুটি গড়ে এশিয়া কাপে পাকিস্তানকে দ্বিতীয় জয়টি এনে দিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক ও উমর আকমল। এই দুজনের লড়াকু ব্যাটিংয়ে ১০ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।
১৮৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা খুব ধীরগতিতে করেছিল পাকিস্তান। প্রথম ৮ ওভারে স্কোরবোর্ডে যোগ হয়েছিল মাত্র ২৮ রান। নবম ওভারে জামশেদের উইকেট তুলে নেন লাকমাল। দুই ওভার পর আরেক ওপেনার হাফিজকেও সাজঘরমুখী করেন প্রাসানা। পরের ওভারে অভিজ্ঞ ইউনুস খানকে আউট করে লঙ্কান শিবিরে আবারও আনন্দ ছড়ান লাকমাল। কিন্তু এরপর ম্যাচের বাকিটা সময় শুধু হতাশাতেই পুড়তে হয়েছে লঙ্কান বোলারদের। জয়ের জন্য যখন আর মাত্র ৬ রান দরকার, তখন ছয় মেরে ম্যাচ শেষ করার চেষ্টা করেছিলেন আকমল। কিন্তু নায়কোচিত এই কাজটি করতে সফল হননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৭৭ রান করে মাহারুফকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে থারাঙ্গার হাতে ধরা পড়েন তিনি। তবে ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মিসবাহ।

ক্রীড়া প্রতিবেদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।