পটুয়াখালীর গলাচিপায় পৌরমেয়রের বন্দুকের গুলিতে ৩ নারী গুলিবিব্ধ ।। মেয়র অবরুদ্ধ!

পটুয়াখালীর গলাচিপায় পৌরমেয়রের বন্দুকের গুলিতে ৩ নারী গুলিবিব্ধ ।। মেয়র অবরুদ্ধ!

খন্দকার দেলোয়ার জালালী,পটুয়াখালী প্রতিনিধি,এসবিডি নিউজ 24 ডট কমঃ পটুয়াখালীর চরমোন্তাজ এর চরবিষ্টিন এলাকায় বাগদা চিংড়ি ঘেরে পানি তোলাকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের সাথে গলাচিপা পৌর মেয়রের সংঘর্ষ হয়। এসময় মেয়রের শর্টগানের গুলিতে সালেহা বেগম (৫৫), জেসমিন বেগম(৩০) ও হনুফা বেগম ৩২) নামের নামের তিন আহত হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা পৌর মেয়রকে অবরম্নদ্ধ করে রেখেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬টায়। পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়ে গেছে। তবে প্রকৃত ঘটনা কি তা এখনো বলতে পারছে না রাঙ্গাবালী থানা পুলিশ। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, আমরা ঘটনা শুনেই পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা রসহ্য জানা যাবে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।

চরমোমত্মাজ ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তিনজন গুলি বিদ্ধ হওয়ার খবর পেয়েছি। মেয়র এখন পর্যমত্ম অবরুদ্ধ হয়ে রয়েছে। তবে কি নিয়ে ঘটনা ঘটেছে তা এখনও বলতে পারছি না।

সূত্র জানায়, রাঙ্গাবালীর চরমোমত্মাজে ঘের করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে ঘের মালিকদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘের মালিকরা মাঠ ভর্তি ফসলের ক্ষেতে পানি তোলার প্রতিবাদে কৃষকরা কয়েক দফা আন্দোল করে। কৃষি জমিতে হঠাৎ পানি তোলায় কৃষকরা খড়-কুটো বাড়ি নিতে পারেনি। এমনকি অনেকে রবিশস্য চাষ করতেও পারেনি। গত ডিসেম্বর মাসে বিক্ষুব্দ আওয়ামী লীগ নেতাসহ স্থানীয় কৃষকরা ঘের মালিকদের নির্মিত তিনটি সুইস গেট ভেঙ্গে দেয়। কৃষকদের অভিযোগ ঘের মালিকদের জমি খুবই কম।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।