অনলাইনে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতীয় হ্যাকারদের যুদ্ধ

অনলাইনে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতীয় হ্যাকারদের যুদ্ধ

মাহবুব আলম,এসবিডি নিউজ২৪ ডট কমঃ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীদের নির্বাচারে মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশী একটি হ্যাকিং গ্রুপ বেশ কিছু সাইট হ্যাকিং করেছে বিগত কয়েকদিনে। কিশোরী ফেলানীসহ বাংলাদেশের সীমান্তে বার বার বাংলাদেশিদের নির্বিচারে ও নৃশংসভাবে হত্যা বন্ধ করতেই বাংলাদেশের এই হ্যাকার গ্রুপটি ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটসহ ২৫  থেকে ২৮ জানুয়ারি মোট ৪ দিন এ সাইটগুলো হ্যাক করে রাখে। ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’ গ্রুপের সদস্যরা ওইসব ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হোমপেজের কনটেন্টও পরিবর্তন করে ফেলেন। অধিকাংশ সাইটের হোমপেজের কনটেন্ট পরিবর্তন করে সেখানে লিখে দেন-‘ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো।’এরমধ্যে কয়েকটি সাইটে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর ঝুলন্ত লাশের ছবিও ট্যাগ করে দেওয়া হয়। এর পর পরই বিগত কয়েকদিন ধরে ভারতীয় হ্যাকার গ্রুপ বাংলাদেশী বিভিন্ন সাইট হ্যাকিং করা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ  http://www.commissionerrajshahi.gov.bd/ http://www.police.gov.bd/ http://www.fireservice.gov.bd/ http://www.brta.gov.bd/ এবং nu.gov.bd সহ http://cdvs.ac.bd/

http://bgfcbd.com/
http://nhldc.gov.bd/
http://www.ulabdu.edu.bd/
http://www.adultbanglablog.com/

আরো কয়েকটি সাইট হ্যাক করেছে। তাতে ইন্ডিয়ান সাইবার আর্মির কথা বলা হয়েছে। অপরদিকে বাংলাদেশী হ্যাকারগণ ভারতীয় http://s3developers.com/ http://genuinepages.in/ http://modernize.in/ http://www.britishschool.co.in/  আগামী রবিবারের মধ্যে তারা বাংলাদেশের সাইবার স্পেশকে ধ্বংশ করে দেয়ার হুমকী দিচ্ছে। বাংলাদেশ সাইবার আর্মি, ব্ল্যাক হ্যাট হ্যাকার গ্রুপ সহ কয়েকটি গ্রুপ ভারতের ত্তয়েবসাইটগুলোর সাথে যুদ্ধ ঘোষণা করেছে।

প্রধান সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।