দেশের মানুষ কী চাচ্ছে, রাজনীতিবিদেরা তা ধারণা করতে পারছেন নাঃ ড.ইউনূস

দেশের মানুষ কী চাচ্ছে, রাজনীতিবিদেরা তা ধারণা করতে পারছেন নাঃ ড.ইউনূস

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের রাজনীতির বর্তমান ধারা খুব দ্রুত বদলে যাবে। আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন। তরুণেরা নিজেদের ভেতরকার শক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়ালে দেশটা এমনিতেই বদলে যাবে।’

আজ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদ এসব কথা বলেন।

ইউনূস আরো বলেন, ‘স্থানীয় সরকারকে আমরা একটি তামাশার বিষয়ে পরিণত করেছি। অথচ স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিলে আগামী ১০-২০ বছরে বাংলাদেশ বহু দূর এগিয়ে যাবে।’ তিনি বলেন, দেশের রাজনৈতিক হানাহানি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। দেশের মানুষ কী চাচ্ছে, রাজনীতিবিদেরা তা ধারণা করতে পারছেন না। এ অবস্থার পরিবর্তনের জন্য শুধু দাবি জানালেই হবে না। তরুণদের নতুনভাবে রাজনীতি করতে হবে। বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে।

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভার সঞ্চালক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক ধারার বিপরীতে তরুণদের নিজেদেরকে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে। সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক জাফরুল্লাহ বলেন, ‘আগামী দিনে দেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে মুহাম্মদ ইউনূসকে নেতৃত্ব দিতে হবে। আমিও সেই আন্দোলনে তাঁর পাশে থাকব।’

বার্তা সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।