খালেদা জিয়া লাশের রাজনীতি করছেনঃ প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া লাশের রাজনীতি করছেন। তিনি লাশের ওপর পা দিয়ে ক্ষমতায় যেতে চান। আপনি লাশের রাজনীতি বন্ধ করুন। নিজেই মানুষ মারবেন আর মায়া কান্না করবেন—এসব মানুষ বোঝে। এটা বন্ধ করতে হবে।’
আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পঞ্চগড় জেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার হুমকি-ধমকি দুর্নীতির টাকা রক্ষার জন্য। জনগণ আমাদের ভোট দিয়েছে বলে তিনি জনগণকে লুলা ল্যাংড়া করতে চান। এ ধরনের বাজে কথা তিনি যেন না বলেন, এটা আমার অনুরোধ। আর বলার আগে আয়নায় যেন নিজের চেহারা দেখে নেন।’
তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যে সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি করেছিল, তখন তার পেছনে যুক্তি ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। সে সময় মাগুরা উপনির্বাচন, মিরপুর উপনির্বাচনে ভোট কারচুপি হয়েছিল। এসব কারণেই সে সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবি করেছিল। কিন্তু এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন নির্বাচন ও উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে দাবি করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এসব নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারেনি। তাই এ ক্ষেত্রে খালেদা জিয়ার দাবির যৌক্তিকতা কী? এ সময় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার বিষয়ে হাইকোর্টের রায়ের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসল কথা হলো আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় তাঁর মাথা খারাপ হয়ে গেছে। তিনি সাথীদের রক্ষার জন্য আমাদের সরকারের উত্খাত করতে চান।’
গণভবনে আজকের অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।