লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বিঘ্নিত

এসবিডি নিউজ২৪, ডেক্সঃ তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। পরে ফ্লাইট পরিচালনা শুরু হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। সাময়িকভাবে বিঘ্নিত হলেও হিথ্রো বিমানবন্দরের পরিচালনা কর্তৃপক্ষ বিএএ সোমবার ফ্লাইট চালু রেখেছে। কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়ে জানায়, খারাপ আবহাওয়া অব্যাহত থাকলে ফ্লাইট আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে। ব্রিটেনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হিমাঙ্কের নিচে তাপমাত্রা ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারী সকালে পৃথিবীর অন্যতম ব্যস্ত হিথ্রো বিমানবন্দরের নির্ধারিত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। ঘন কুয়াশা এবং তুষারপাতের কারণে এই  পূর্বনির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়।

সূত্রঃ বিবিসি অন লাইন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।