৮ম ওয়েজ বোর্ডঃ সরকারের গড়িমসি।। ডিইউজের উদ্বেগ!
এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা সংবাদপত্র শিল্পে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণায় সরকারের গড়িমসি ও বিলম্বের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতারা বলেন, গত জানুয়ারি মাসে সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৮ম ওয়েজ বোর্ড ঘোষিত হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও প্রতিশ্রুত ঘোষণাটি না আসায় সাংবাদিক সমাজের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। ডিইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে ৮ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান। অনথ্যায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় সাধারণ সম্পাদক শাবান মাহমুদ সহসভাপতি তরুণ তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। সভায় বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলকে চেয়ারম্যান করে ৯ সদস্যবিশিষ্ট ডিইউজের নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নেতারা ডিইউজের বিদায়ী কমিটিকে বিগত দুবছরের আয়-ব্যয়ের হিসাব বর্তমান কমিটির কাছে বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন।