সপ্তাশ্চর্যঃ বিশ্বের ২০ শতাংশ ভ্রমণকারী ওই সকল জায়গার নামও শোনেন নি!
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ বিশ্বের সপ্তাশ্চর্যরা দিনে দিনে হারাচ্ছে তাদের জৌলুস। যদিও বিশ্বের ভ্রমনেচ্ছু মানুষদের কাছে স্বর্গ হলো এই সপ্তাশ্চর্যরা। প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সপ্তাশ্চর্যগুলোর কাছে তাদের অবসর সময়টুকু সুন্দরভাবে কাটানোর জন্য। কিন্তু সম্প্রতি হোটেল বুকিং রেকর্ড, ভ্রমন বৃত্তান্ত ইত্যাদি ঘেটে বের করা হয়েছে নতুন এক চিত্র। নতুন এই জরিপে দেখা যায়, বিশ্বে প্রতি তিনজন ভ্রমনকারীর মধ্যে একজন পাওয়া যায় যে কখনই সপ্তাশ্চার্যের কোনো একটিতেও যান নি। এমনকি বিশ্বের ২০ শতাংশ ভ্রমণকারী আছেন যারা ওই সকল জায়গার নামও শোনেন নি। তবে কিছু জায়গা অছে যেগুলো অন্য জায়গার তুলনায় অনেক বেশি জনপ্রিয়। রোমের প্রাচীন থিয়েটার কলোসিয়াম জনপ্রিয় সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি।
৩৩ শতাংশ ভ্রমনকারীই অন্তত একবার হলেও কলোসিয়ামে গিয়েছেন। অন্যদিকে ১৭ শতাংশ ভ্রমনকারী গিয়েছেন চীনের দেয়াল দেখেছেন। ব্রাজিল এবং ভারতের তাজমহল দেখতে গিয়েছেন মাত্র ৯ শতাংশ মানুষ। পেরুর মাচুপিচু সভ্যতা এবং জর্ডানের পেত্রা দেখতে গিয়েছে মাত্র ৫ শতাংশ ভ্রমণকারী।