সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেঃ সাইফুল
চপল সাহা, বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ আজ সোমবার বেলা ১১ টায় বগুড়া জেলা বি এন পি কার্যালয়ে আগামী ২৬ ফেব্রয়ারী বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বগুড়ায় আগমন উপলক্ষ্যে আয়োজিত প্রস্ত্ততিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বি এন পি’র সভাপতি সাইফুল ইসলাম বলেন,সরকার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। আজ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চয়তা নেই। সরকার জনগনের আরামকে হারাম করে দিয়েছে। জনবিচ্ছিন্ন এ সরকারকে আর সময় দেয়া হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ এখন একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে পদত্যাগে বাধ্য করবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এ্যাড. এ কে এম হাফিজুর রহমান এম পি, মীর শাহে আলম, জানে আলম খোকা, আলহাজ্ব কাজী রফিক, ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, মাহবুবর রহমান বকুল, আব্দুর রহমান, মাহবুবার রহমান হারেজ, আব্দুল মান্নান, মতিয়ার রহমান মতি, আলী আজগর হেনা, এ্যাড. রাফি পান্না, বি এইচ কামরম্নজ্জামান রাফু, আব্দুল মুহিত তালুকদার, আব্দুর রশিদ শেখ, ফজলুল হক রতন, হামিদুল হক চৌধুরী হিরু, জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহাউদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রম্নবেল, উপস্থিত ছিলেন শহিদ উন নবী সালাম, মাহফুজুর রহমান রাজু, সিপার আল বখতিয়ার, মেহেদী হাসান হিমু, এ্যাড.মাহবুব আলম শাহিন, এ্যাড. সৈয়দ জহুরম্নল আলম, সরকার বাদল, আবুল বাশার, হুমায়ুন কবীর গেদা, শাহাদত হোসেন পল্টন, মসিয়ুর রহমান, এ কে আজাদ, আব্দুল হান্নান, আলী হাযদার তোতা, শাহাবুল আলম পিপলু প্রমুখ। সভায় ২৫ ফেব্রম্নয়ারী স্বাগত মিছিল বের করার সিদ্ধামত্ম গৃহীত হয়। ২৬ ফেব্রম্নয়ারী বিভিন্ন উপজেলা ও পৌর, অঙ্গ ও সহযোগি সংগঠন বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবে। একইভাবে ২৭ ফেব্রম্নয়ারী বিদায়কালে শহর, মহাস্থান, চন্ডিহারা, পাকুরতলা, মোকামতলাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীগণ অবস্থান নিয়ে নেত্রীকে বিদায় জানাবেন।