সরকার বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেঃ প্রধানমন্ত্রী

সরকার বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেঃ প্রধানমন্ত্রী

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বাংলায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এ মাস থেকে সব ব্র্যান্ডের বেসিক মোবাইল হ্যান্ডসেটে পূর্ণাঙ্গ বাংলা কি-প্যাড সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে তিনি জানান।
আজ মঙ্গলবার ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মাতৃভাষা চেতনার পথ বেয়েই বহু ভাষা, বহু মানুষ ও বিচিত্র সংস্কৃতির বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্যোগেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিগগিরই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার লক্ষ্যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব উত্থাপন করেছেন বলেও জানান।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।