একুশের প্রথম প্রহরে বিশৃঙ্খলার অভিযোগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আজ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হচ্ছে। এই দিবসে সেই কথা বলার অধিকার পুনপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করা উচিৎ। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, অতীতে আমরা যখনই ক্ষমতায় ছিলাম, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে আবার ক্ষমতায় গেলে আমরা এ বিষয়ে আরো পদক্ষেপ নেব। মির্জা ফখরুল বলেন, গত রাতেও আমরা দেখেছি, এবার ফুল প্রদানে কোনো শৃঙ্খলা নেই। সকালেও একই অবস্থা। আমরা দুই ঘণ্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম। মাঝখান থেকে অনেকে ভিতরে ঢুকে যাচ্ছিল। এ রকম বিশৃঙ্খলা অন্য বছর দেখিনি।