গলাচিপা জেলার দাবিতে নৌবন্ধন
পটুয়াখালী প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাজার হাজার মানুষ গলাচিপা’কে জেলা ঘোষনার দাবিতে ব্যতিক্রমধর্মী নৌবন্ধন করেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় গলাচিপা ফেরীঘাট সংলগ্ন রামনাবাদ নদীতে এই নৌবন্ধন করে। এসময় সর্বদলীয় নেতৃবৃন্দ জেলা ঘোষনার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে শ্লোগান দেয়। এসময় বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্জ মোঃ শাহজাহান খান, জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এড. শাহ আলম ভূইয়া।
বক্তারা বলেন, আয়তনের দিক থেকে ঝালকাঠি, নড়াইল ও মেহেরপুর জেলার চেয়ে গলাচিপা উপজেলা অনেক বড়। এছাড়া গলাচিপা, রাঙাবালী, কলাপাড়া ও দশমিনা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল’র মাঝ খানে অবস্থান। তাই ঐ ৪টি উপজেলা নিয়ে গলাচিপা জেলা ঘোষনা তাদের যৌক্তিক দাবি।