সূচক বৃদ্ধিঃ লেনদেনের শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৬৪ পয়েন্ট
এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচক বেড়েছে। লেনদেনের শুরুর পাঁচ মিনিটেই সূচক বাড়ে ৬৪ পয়েন্ট। বেলা ১২টায় ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৭ পয়েন্ট হয়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টির দাম বেড়েছে, কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বুধবার হাতবদল হওয়া ২৫৯ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২১৭টির, কমে ২৮টির এবং অপরিবর্তিত থাকে ১৪টির। লেনদেন হয়ছে ২২৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।
মঙ্গলবার সরকারি ছুটিতে লেনদেন বন্ধ ছিল। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে। গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বগতির পর এ সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ৪৪ পয়েন্ট।