বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, গুম করে সরকার রাজনীতিকেই স্তব্ধ করে দিতে চায়ঃ রিজভী
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ আগামী ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় ওই কর্মসূচির জন্য বিএনপি তিনটি জায়গার জন্য আবেদন করেছে। এগুলো হলো- মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান ও নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। কিন্তু সরকার এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত না দিয়ে টালবাহানা করছে। সরকার চায় না, বিএনপি শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করুক। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এতে প্রমাণ হয়, সরকার বিরোধী দলকে বিশেষ ও জাতীয় দিবসের কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। তারা বিরোধী দলের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে দেশে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্রও সম্প্রতি নিখোঁজ হয়েছে। মাঝে মধ্যেই বিরোধী দলের নেতা-কর্মীরা হারিয়ে যাচ্ছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো কারো লাশ মিলছে। তিনি আরো বলেন, এভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন, গুম করে সরকার রাজনীতিকেই স্তব্ধ করে দিতে চায়। যাতে দেশে কোনো বিরোধী দল না থাকতে পারে এবং তারা যাতে একদলীয় শাসন কায়েম করতে পারে। আমরা আশা করছি সরকার যে কোন একটি স্থান সমাবেশের জন্য বরাদ্দ দিয়ে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।