ডিম খেতে হবে হিসাব কষে!
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ যেসব পুরুষের পছন্দের খাবার ডিম, তাঁদের জন্য দুঃসংবাদ। ডিম খাবেন, তবে খেতে হবে হিসাব কষে। সপ্তাহে তিনটি ডিম খেলে পুরুষদের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ১৪ বছরেরও বেশি সময় ধরে ২৭ হাজার পুরুষের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করেছে বোস্টনের ‘হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ’। গবেষণাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’। গবেষকেরা দেখেছেন, যেসব পুরুষ সপ্তাহে আড়াইটি ডিম খান, তাঁদের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৮১ শতাংশ বেশি। মাংস খাওয়ার সঙ্গে টিউমারের আক্রান্ত হওয়ার কোনো সম্পর্ক অবশ্য খুঁজে পাননি গবেষকেরা।